তারিখ: ১৯ নভেম্বর ২০১৭ খ্রি.
প্রিয় মহোদয়
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইতিহাস একাডেমি ঢাকার দিন-ব্যাপী “ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক চতুর্দশ আন্তর্জাতিক সম্মেলন ২০১৮” আগামী ২৩ ফেব্রুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, নিমতলী, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন আবশ্যক। সদস্য এবং যারা সদস্য নয় কিন্তু সদস্য হতে আগ্রহী তাঁদের সবাইকে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের প্রক্রিয়া:
১. সদস্য হয়ে থাকলে, প্রথমে সদস্য-তথ্য হালনাগাদ করুন। এ জন্য আমাদের ওয়েবসাইটের মেনুবার থেকে প্রথমে Member এবং Member থেকে Update Information নির্বাচন করে তথ্য হালনাগাদ করুন।
২. এর পর মেনুবার থেকে Registration- এ ক্লিক করে রেজিস্টেশন প্রক্রিয়া শুরু করুন।
৩. প্রথম তিনটি প্রশ্নের উত্তর হাঁ হলে টিক দিন, না হলে টিক দিতে হবে না।
৪. প্রথম প্রশ্নের উত্তর হাঁ হলে আপনাকে সদস্য নম্বরের ঘরে সদস্য নম্বর লিখে Next Step-এ ক্লিক করুন। যাঁরা আমাদের দেশীয় সদস্য তাঁরা সদস্য নম্বর লিখার পূর্বে অবশ্যই “BD-” লিখে কোন স্পেস ব্যতীত সদস্য নম্বর লিখুন। যেমন: আপনার সদস্য নম্বর ৬১ হলে কোন স্পেস ছাড়া লিখুন, BD-61; অন্যদিকে যাঁরা আমাদের বিদেশী সদস্য তাঁরা “B-” লিখে কোন স্পেস ব্যতীত সদস্য নম্বর লিখুন। যেমন: আপনার সদস্য নম্বর ৬১ হলে লিখুন, B-61
৫. প্রথম তিনটি প্রশ্নের ভিত্তিতে Next Step-এ ক্লিক করলে এর পর প্রয়োজনীয় তথ্য-ফর্ম আসবে।
৬. প্রয়োজনীয় তথ্য লিখে সেন্ড করুন।
৭. সেন্ড করার সাথে সাথে রেজিস্ট্রিশন নম্বরসহ আপনি একটি মেসেজ পাবেন। রেজিস্ট্রেশন নম্বরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেটি আপনি সংরক্ষণ করুন। সম্মেলনস্থলে নম্বরটির প্রয়োজন হবে। প্রয়োজেনে মেসেজটি আপনি প্রিন্ট বা সেভ করতে পারবেন।
৮. মেসেজটি সেভ করার সর্বাপেক্ষা উত্তম উপায় হলো Print this page ⇒ Save নির্বাচন করে সেভ করা।
৯. প্রবন্ধ সেমিনারে উপস্থাপনের জন্য গৃহীত হলে Acceptance Letter দেয়া হবে। আমাদের মেইলটি আপনার ইনবক্স-এ না থাকলে Spam বা Junk মেইল হিসাবেও থাকতে পারে।