তারিখ: ২৫ অক্টোবর ২০১৭ খ্রি.
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইতিহাস একাডেমি ঢাকার দিন-ব্যাপী “ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক চতুর্দশ আন্তর্জাতিক সম্মেলন ২০১৮” আগামী ২৩ ফেব্রুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে উপস্থাপনের জন্য বিশ্বের যেকোন দেশের ইতিহাস ও ঐতিহ্য এবং জ্ঞান-শৃঙ্খলার যে-কোন বিষয়ে মৌলিক, অপ্রকাশিত, অপঠিত, স্বরচিত এবং কোথাও প্রকাশের জন্য জমা দেয়া হয়নি এমন প্রবন্ধ উপস্থাপনের জন্য গবেষণা-প্রবন্ধ আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধসমূহ সেমিনার-রিপোর্ট ও বিষয়-বিশেষজ্ঞের মতামতেরভিত্তিতে একাডেমির বার্ষিক জার্নাল ইতিহাস প্রবন্ধমালা’য় (ISSN 2074-8663) প্রকাশের জন্য সম্পাদনা পরিষদ কর্তৃক বিবেচিত হয়। এ সম্মেলন সংক্রান্ত নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি:
১. সম্মেলনের স্থান: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, নিমতলী, ঢাকা
২. তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. (শুক্রবার)
৩. অংশগ্রহণ: সকলের জন্য উন্মুক্ত, তবে সবাইকে নিবন্ধন করতে হবে।
৩.১ নিবন্ধন ফি পাঁচশত (৫০০.০০) বাংলাদেশী টাকা (সম্মেলন স্থলে প্রদেয়)।
৩.২ নিবন্ধনকারী সম্মেলনের দিন সকালের নাস্তা ও দুপুরের খাবার এবং ব্যাগ, জার্নাল ও অন্যান্য সেমিনার কিডস পাবেন।
৩.৩ দেশী-বিদেশী কাউকেই কোন সম্মানী বা যাতায়াত-খরচ প্রদান করা হবে না।
৪. নিবন্ধন: অনলাইন নিবন্ধন আবশ্যক। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে লিঙ্ক: http://www.itihasacademybd.com/register/
৪.১ নিবন্ধনের পূর্বে সদস্যগণ অনলাইনে “সদস্য-তথ্য হালনাগাদ” করুন। লিঙ্ক: http://www.itihasacademybd.com/membership-update/
৪.২ সম্মেলনে অংশ-গ্রহণে আগ্রহী দেশী-বিদেশী সকল সদস্য এবং সদস্য নন, কিন্তু সদস্য হতে আগ্রহী- সকলকে নিবন্ধন করতে হবে।
৪.৩ নিবন্ধনের তারিখ: ১ ডিসেম্বর ২০১৭ থেকে ২৩ জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ।
৪.৪ বিশেষ-ক্ষেত্রে সম্মেলনস্থলেও নিবন্ধন করা যাবে।
৫. সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন বিষয়ক:
৫.১ শুধু ইতিহাস একাডেমির দেশী-বিদেশী সদস্যদের জন্য সম্মেলনে প্রবন্ধ উপাস্থাপনের সুযোগ সংরক্ষিত। সদস্য নন এমন কেউ প্রবন্ধ উপস্থাপন করতে আগ্রহী হলে, তাঁকেও নিবন্ধন করতে হবে এবং তাঁকে সম্মেলনস্থলে অধিবেশন শুরু হওয়ার পূর্বেই সদস্যপদ গ্রহণ করতে হবে। অন্যথায় তিনি প্রবন্ধ উপস্থাপন করতে পারবেন না। উল্লেখ্য সদস্য (জীবন সদস্য)ফি এক হাজার (১০০০.০০) বাংলাদেশী টাকা।
৫.২ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপনে আগ্রহী হলে নিবন্ধনে তা উল্লেখ এবং শিরোনাম ও প্রবন্ধের সারসংক্ষেপসহ নিবন্ধন করতে হবে। প্রবন্ধের শিরোনাম ও সারসংক্ষেপ (Abstract) হবে প্রবন্ধের ভাষায়। সারসংক্ষেপের শব্দ সংখ্যা সর্বোচ্চ ১০০ ।
৫.৩ প্রবন্ধটি সম্মেলনে উপস্থাপনের জন্য মনোনীত হলে Acceptance Letter Letter দেয়া হবে।
৫.৪ প্রবন্ধের ভাষা: বাংলা ও ইংরেজি।
৫.৫ প্রবন্ধের বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অর্থ-সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, ভাষা ও সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, নারী, আন্দোলন-সংগ্রাম, জাতি-জাতীয়তা–রাষ্ট্র, যুদ্ধ ও স্বাধীনতা, সমাজ, পরিবেশ, প্রত্নতত্ত্ব, ব্যক্তি ও ব্যক্তিত্ব, স্থানীয় ইতিহাস, আন্তর্জাতিক প্রসঙ্গ, সংবাদপত্র ও সাংবাদিকতা, শিক্ষা, ধর্ম, দর্শন, ইতিহাসতত্ত্বসহ অন্যান্য।
৫.৬ শব্দ-সংখ্যা: টীকা ও তথ্যনির্দেশ (Not & References) ব্যতীত সর্বোচ্চ ৩,০০০ (তিন হাজার)।
৫.৭ প্রবন্ধে ইতিহাস একাডেমি ঢাকা’র নির্ধারিত “প্রবন্ধ নির্দেশিকা” অনুসরণ আবশ্যক। উক্ত নির্দেশিকাটি আমাদের ওয়েবসাইটে (www.itihasacademybd.com/download) পাওয়া যাবে।
৫.৮ সম্মেলনের দিন প্রবন্ধের দুইটি হার্ড কপি (Hard Copy) সেমিনারের অধিবেশন সভাপতির নিকট জমা দিতে হবে। কোন প্রকার সিডি/ডিভিডি বা পেনড্রাইভে প্রবন্ধ জমা নেয়া হবে না।
৬. আবাসন ও আবাসন-ফি:
৬.১ ইতিহাস একাডেমির কেবল বিদেশী সদস্য আবাসনের সুবিধা নিতে পারবেন।
৬.২ মাত্র দুই দিন- ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. আবাসনের সুবিধা দেয়া হবে।
৬.৩ দুইদিনের আবাসন ফি সর্বোচ্চ একহাজার (১০০০.০০) বাংলাদেশী টাকা।
৬.৪ আবাসন সুবিধা নিতে চাইলে অনলাইন নিবন্ধে তা উল্লেখ করতে হবে এবং নির্দিষ্ট অংশে নির্ধারিত তথ্য প্রদান করতে হবে।
৬.৫ প্রস্তাবিত আবাসন-স্থল: নায়েম কমপ্লেক্স, নায়েম রোড, ধানমণ্ডি, থানা: ধানমণ্ডি, জেলা: ঢাকা, বাংলাদেশ। (ঢাকা কলেজের পাশে)
সম্মেলনে আপনার উপস্থিতি ও প্রবন্ধ উপস্থাপন একান্ত কাম্য। আপনার সুস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করছি।
ধন্যবাদ ও শুভেচ্ছাসহ
(প্রফেসর ড. সামিনা সুলতানা)
নির্বাহী পরিচালক, ইতিহাস একাডেমি ঢাকা।
৫/৭ গজনভী রোড, মোহাম্মদপুর, ঢাকা।
+88 01711466641
e-mail: academyitihas@gmail.com, http://www.itihasacademybd.com