শোকবার্তা

১৪ জুলাই ২০২২

বিশিষ্ট ইতিহাসবিদ ব্রজদুলাল চট্টোপাধ্যায় গতকাল ১৩ জুলাই সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। ইতিহাস একডেমি তাঁর প্রয়াণে গভীর শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ইতিহাসের বিভিন্ন ধারায় পাণ্ডিত্য থাকলেও হিস্টরিক্যাল জিয়োগ্রাফি এবং রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসচর্চায় ব্রজদুলাল চট্টোপাধ্যায় প্রাতঃস্মরণীয়। THE MAKING OF EARLY MEDIEVAL INDIA; ASPECTS OF RURAL SETTLEMENT; ESSAYS IN ANCIENT INDIAN ECONOMIC HISTORY; COINS AND CURRENCY SYSTEMS IN SOUTH INDIA: C. AD 225-1300; STUDYING EARLY INDIA – ARCHAEOLOGY, TEXTS, AND HISTORICAL ISSUES; LAND, SYSTEM AND RURAL SOCIETY IN EARLY INDIA তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ।

নির্বাহী পরিচালক                                                                                                              ইতিহাস একাডেমি ঢাকা