সপ্তদশ আন্তর্জাতিক সম্মেলনের নতুন তারিখ

১৪ মার্চ ২০২২ খ্রি.

বিজ্ঞপ্তি

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতিহাস একাডেমি আয়োজিত গত ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের স্থগিতকৃত ‘ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সপ্তদশ আন্তর্জাতিক সম্মেলন-২০২২’ আগামী ২০ মে ২০২২, শুক্রবার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য ১০ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ইতিহাস একাডেমির নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে। যাঁরা ইতোপূর্বে স্থগিতকৃত সম্মেলনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাঁদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং যাঁরা প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণপত্র পেয়েছেন তাঁদেরকে নতুন করে আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে না; পূর্বের আমন্ত্রপত্রই গৃহীত হবে। যাঁরা আবাসন সুবিধা চেয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তাঁদেরকে নতুন তারিখ জানিয়ে মেইল করা হবে।

নির্বাহী পরিচালক

ইতিহাস একাডেমি ঢাকা